সৈয়দ আবুল মকসুদ
সৈয়দ আবুল মকসুদ (জন্ম ২৩ অক্টোবর ১৯৪৬, মানিকগঞ্জ) বাংলাদেশের অন্যতম প্রধান সাহিত্যিক, কবি, গবেষক, চিন্তাবিদ, পরিবেশবাদী ও সামাজিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব এবং মানবাধিকার কর্মী। তিনি বাংলাদেশের জনপ্রিয় কলাম লেখক। কর্মজীবনে ছিলেন সাংবাদিক। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় সরকারি নীতির প্রতিবাদে সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে পদত্যাগ করেন। তিনি দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর সম্পাদক ছিলেন। সৈয়দ আবুল মকসুদ মহাত্মা গান্ধী, মওলানা ভাসানী এবং সৈয়দ ওয়ালীউল্লাহর জীবন ও কর্ম নিয়ে গবেষণার পথিকৃৎ ব্যক্তিত্ব। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অনেক। উল্লেখযোগ্য প্রকাশনা সমূহের মধ্যে রয়েছে; কবিতার বই বিকেলবেলা; গবেষণা-প্রবন্ধ সৈয়দ ওয়ালীউল্লাহর জীবন ও সাহিত্য, স্মৃতিতে সৈয়দ ওয়ালীউল্লাহ্, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, কাগমারী সম্মেলন, বাঙালির সাংস্কৃতিক উত্তরাধিকার, পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ধর্মতত্ত্ব ও দর্শন, ঢাকায় বুদ্ধদেব বসু, গোবিন্দ চন্দ্র দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের উচ্চশিক্ষা (প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কারপ্রাপ্ত), গান্ধী মিশন ডায়েরি, Gandhi, Nehru and Noakhali, Gandhi Camp, Pyarelal's Unpublished Correspondence: The Noakhali Peace Mission of Mahatma Gandhi। তিনি মহাত্মা গান্ধী স্মারকসদন, বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান। সৈয়দ আবুল মকসুদ বহু পুরস্কারে ভূষিত। উল্লেখযোগ্য কয়েকটি হলো, বাংলা একাডেমি পুরস্কার, মওলানা ভাসানী জাতীয় পুরস্কার, ঋষিজ পুরস্কার এবং মহাত্মা গান্ধী স্মারক পুরস্কার (ভারত সরকারের গান্ধী স্মারক সংগ্রহালয়, বারাকপুর প্রদত্ত)।