Skip to Content
Filters

author.name

অনিন্দ্য ভট্টচার্য

অনিন্দ্য ভট্টচার্য ১৬ সেপ্টেম্বর ১৯৬২ জন্ম। আশির দশকের গােড়াতে ছাত্রাবস্থায় লেখালেখি শুরু। মূলত ছােট পত্রিকারই লেখক। প্রকাশিত গ্রন্থ । সময়ের অপেক্ষায়, খড়ের মানুষ, দশক ও দুই, কর্ম করম, ক্রমপাঠ। ক্ৰমপাঠ উপন্যাসের জন্য ২০০২-এ পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির পুরস্কার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থানাধিকারী অনিন্দ্য পেশায় বাংলাভাষা ও সাহিত্যের প্রভাষক। বর্তমানে খড়গপুর কলেজে কর্মরত।' গবেষণা করেছেন কথনতত্ত্ব ও। বাংলা উপন্যাসের কথকতা নিয়ে। পত্র-পত্রিকায় প্রকাশিত তার সেসব ভাবনাচিন্তাও পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে। অনিন্দ্য তার। একটি উপন্যাসের নাম রেখেছেন। ক্রমপাঠ। তার কথাসাহিত্যেও লক্ষ করা যাবে ক্রমপাঠ-প্রক্রিয়া ও পাঠপ্রতিক্রিয়া। সে পাঠ জীবনের পাঠ।