Skip to Content
Filters

author.name

অসীম চট্টোপাধ্যায়

অসীম চট্টোপাধ্যায়ের জন্ম ২৯ জুলাই, ১৯৪২। শৈশব কেটেছে বীরভূমের পাঁচরা গ্রামে। কৈশাের বীরভূমের সদর শহর সিউড়িতে। শিক্ষা: বীরভূম জেলা স্কুল ও পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সিতে পদার্থবিদ্যায় অনার্স নিয়ে তিন বছর পড়ার পর, ১৯৬৩ সালে অর্থনীতিতে অনার্স নিয়ে নতুন করে ভর্তি হয়ে ১৯৬৬-তে স্নাতক। ষাটের দশকে প্রেসিডেন্সি কলেজের যে ছাত্র আন্দোলন এখন ইতিহাসের সম্পদ, শ্রীচট্টোপাধ্যায় ছিলেন সেই আন্দোলনের অবিসংবাদিত প্রাণকেন্দ্র। ১৯৭০ সালে সিপিআই (এম এল)-এর কেন্দ্রীয় কমিটির কনিষ্ঠতম সদস্য নির্বাচিত হন। ১৯৭১ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত হাজারিবাগ কেন্দ্রীয়। কারাগারে বন্দি। এরপর ১৯৭৪-এর মার্চ মাসে আলিপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত হওয়ার পর ১৯৭৮ সালে ৪ মার্চ ওই কারাগার থেকে মুক্তি। তাঁর অন্যতম পরিচয় হল তিনি এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি চিন্তায়-লেখায়-কর্মে সদাসর্বদা স্রোতের বিপরীতে সাঁতরে চলেছেন, আজও।

Books by the Author