Skip to Content
Filters

author.name

আবু তাজ মোঃ জাকির হোসেন

আবু তাজ মোঃ জাকির হোসেন ১৯৬০ সালে কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৬ সালে এসএসসি, ১৯৭৮ সালে এইচ এস সি, ১৯৮১ সালে উদ্ভিদ বিদ্যা বিষয়ে বিএসসি অনার্স ডিগ্রি অর্জন করেন। তিনি এম এসসি পরীক্ষা অনুষ্ঠানের পূর্বেই সোনালী ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করেন এবং চাকরিরত অবস্থায় ১৯৮২ সালের এমএসসি পরীক্ষায় (১৯৮৪ সালে অনুষ্ঠিত) অংশগ্রহণ করে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি ১৯৮৫ সালের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৮ সালে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। চাকরিকালীন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সিভিল সার্ভিস কলেজ হতে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে এমপিএ, এবং ২০১৭ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল হতে মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এম ফিল ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৫ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ হতে পলিসি, উন্নয়ন ও স্ট্রাটেজির ওপর একবছর মেয়াদি এনডিসি কোর্স সফলভাবে সমাপ্ত করেন। চাকরি জীবনে তিনি, সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, রেভিনিউ ডেপুটি কালেক্টর, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব, উপসচিব এবং যুগ্মসচিব হিসেবে এবং বিদ্যুৎ বিভাগের অধীন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় তিন বছর অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি ২০১৯ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে অবসর গ্রহণ করেন। জনাব জাকির হোসেন চাকরি জীবনে দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণ করেন। তিনি চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাজ্য হতে জনপ্রশাসন এবং শিক্ষা ব্যবস্থাপনার ওপর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্স এবং আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন। এ ছাড়াও দাপ্তরিক কাজে তিনি, জার্মানি সুইজারল্যান্ড, ইতালী, গ্রীস, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সফর করেন। তিনি 'অপরাধের তদন্ত ও বিচার এবং আদালত ব্যবস্থাপনা' এবং 'ভূমি ব্যবস্থাপনার আইন ও পদ্ধতি' শীর্ষক দুইটি আইন গ্রন্থের প্রণেতা।