Skip to Content
Filters

author.name

কাজী আবদুল্রাহ আল মুক্তাদির

কাজী আবদুল্রাহ আল মুক্তাদির ইংরেজি ভাষা ও সাহিত্যের ছাত্র কাজী আব্দুল্লাহ আল মুক্তাদির। ফরাসি ভাষা শেখা শুরু করেছিলেন ছাত্রজীবনে শখের বশে ।। কর্মজীবনের শুরুতেই আলিয়ঁস ফ্রঁসেজে চাকরির সুবাদে পেশাদার, অনুবাদে হাতেখড়ি। ফরাসি ভাষার শিক্ষক, অনুবাদক ও দোভাষী হিসেবে দেশে-বিদেশে সফলতার সঙ্গে কাজ করছেন। নুসরাতের। গানের দারুণ ভক্ত এবং লেখকের সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের কারণেই। তার বইটি অনুবাদের দুরূহ কাজ হাতে নেওয়া।।