Skip to Content
Filters

author.name

দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা

দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা ১৫ই অক্টোবর ১৯৬৭ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। পিতা দেওয়ান তালেবুর রাজা, (এমএ এলএলবি, আলীগড়) মরমী কবি হাছন রাজার পৌত্র ও খান বাহাদুর দেওয়ান একলিমুর রাজা (কাব্য বিশারদ) এর দ্বিতীয় পুত্র। মাতা সৈয়দা মিনা রাজা কিশোরগঞ্জের বৌলাই জমিদার সৈয়দ হাবিবুল হক (প্রাক্তন এমএমএ ও ওয়াকফ্ কশিনার) এর দ্বিতীয় কন্যা। তিনি সিলেট ক্যাটেড কলেজ থেকে মাধ্যমিক (১৯৮৪) ও উচ্চ মাধ্যমিক (১৯৮৬), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি কৃতিত্বের সাথে অর্জন করেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। লেফটেন্যান্ট কর্ণেল তাছাওয়ার রাজা এশিয়া, আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার ৪৫টি দেশ ভ্রমণ করেছেন। ১৯৯৬ সালে তিনি পবিত্র হজ্জব্রত পালন করেন। তিনি 'হাছন রাজা ফাউন্ডেশন' এর সভাপতি এবং সিলেটের মিউজিয়াম অব রাজাস', শিক্ষানুরাগী দেওয়ান তালেবুর রাজা ট্রাস্ট ও শিক্ষানুরাগী তালেবুর রাজা পাঠাগারের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক। ব্যাক্তিগত জীবনে তিনি কবিবাহিত এবং দুই পুত্র ও দুই কন্যার স্নেহশীল পিতা। তাঁর প্রকাশিতব্য গ্রন্থসমূহ হচ্ছে, 'কাব্য বিশারদ একলিমুর রাজা সমগ্র' ও জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী'। লেফটেন্যান্ট কর্ণেল দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পিএসসি ২ শে জুন ১৯৮৯ সালে ২০তম বিএমএ লং কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি মিরপুর, ঢাকা এবং কোয়েটা, পাকিস্তান থেকে স্টাফ কোর্সে সম্পন্ন করেন এবং 'পিএসসি' উপাধিতে ভূষিত হন। তিনি ইরাক-কুয়েত (১৯৯৫-৯৬) এবং সুদানে (২০০৭-২০০৮) জাতিসংঘ শান্তি মিশনে অংশ নেন এবং 'জাতিসংঘ শান্তি পদক' লাভকরেন। বর্তমানে তিনি একটি আর্মার্ড (সাঁজোয়া) রেজিমেন্টের অধিনায়ক হিসেবে কর্মরত।