দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা
দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা ১৫ই অক্টোবর ১৯৬৭ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। পিতা দেওয়ান তালেবুর রাজা, (এমএ এলএলবি, আলীগড়) মরমী কবি হাছন রাজার পৌত্র ও খান বাহাদুর দেওয়ান একলিমুর রাজা (কাব্য বিশারদ) এর দ্বিতীয় পুত্র। মাতা সৈয়দা মিনা রাজা কিশোরগঞ্জের বৌলাই জমিদার সৈয়দ হাবিবুল হক (প্রাক্তন এমএমএ ও ওয়াকফ্ কশিনার) এর দ্বিতীয় কন্যা। তিনি সিলেট ক্যাটেড কলেজ থেকে মাধ্যমিক (১৯৮৪) ও উচ্চ মাধ্যমিক (১৯৮৬), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি কৃতিত্বের সাথে অর্জন করেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। লেফটেন্যান্ট কর্ণেল তাছাওয়ার রাজা এশিয়া, আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার ৪৫টি দেশ ভ্রমণ করেছেন। ১৯৯৬ সালে তিনি পবিত্র হজ্জব্রত পালন করেন। তিনি 'হাছন রাজা ফাউন্ডেশন' এর সভাপতি এবং সিলেটের মিউজিয়াম অব রাজাস', শিক্ষানুরাগী দেওয়ান তালেবুর রাজা ট্রাস্ট ও শিক্ষানুরাগী তালেবুর রাজা পাঠাগারের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক। ব্যাক্তিগত জীবনে তিনি কবিবাহিত এবং দুই পুত্র ও দুই কন্যার স্নেহশীল পিতা। তাঁর প্রকাশিতব্য গ্রন্থসমূহ হচ্ছে, 'কাব্য বিশারদ একলিমুর রাজা সমগ্র' ও জেনারেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী'। লেফটেন্যান্ট কর্ণেল দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পিএসসি ২ শে জুন ১৯৮৯ সালে ২০তম বিএমএ লং কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি মিরপুর, ঢাকা এবং কোয়েটা, পাকিস্তান থেকে স্টাফ কোর্সে সম্পন্ন করেন এবং 'পিএসসি' উপাধিতে ভূষিত হন। তিনি ইরাক-কুয়েত (১৯৯৫-৯৬) এবং সুদানে (২০০৭-২০০৮) জাতিসংঘ শান্তি মিশনে অংশ নেন এবং 'জাতিসংঘ শান্তি পদক' লাভকরেন। বর্তমানে তিনি একটি আর্মার্ড (সাঁজোয়া) রেজিমেন্টের অধিনায়ক হিসেবে কর্মরত।