Skip to Content
Filters

author.name

মিহির সেনগুপ্তা

মিহির সেনগুপ্তা জন্ম ১৯৪৭ সালের পহেলা সেপ্টেম্বর। প্রাক্তন পূর্ব পাকিস্তানের বরিশাল জিলার কেওড়া গ্রামে।। অধুনা বাংলাদেশের ঝালকাঠি জিলায়। পাশের গ্রাম। কীর্তিপাশার প্রসন্ন কুমার উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্ব ও। রাষ্ট্রীয় বৃত্তিসহ ১৯৬১ সালে ম্যাট্রিকুলেশন পাশ করে । বরিশাল ব্রজমােহন কলেজে এক বছর পড়াশােনা করেন। কিন্তু নানা প্রতিকূল অবস্থার জন্য ব্যবহারিক অর্থে এই। পড়াশােনা বৃথা যায়। ১৯৬৩ সালে পশ্চিমবঙ্গে এসে নতুন। করে আবার মেট্রিক পরীক্ষা (প্রাইভেটে) দিয়ে প্রথম। বিভাগে কৃত্তিসহ পাশ করেন। ১৯৬৮ সালে কোলকাতা। বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সসহ স্নাতক। হন। সংসারের প্রয়ােজনে এরই মধ্যে তাঁকে চাকুরিতে। ঢুকতে হয় এবং অ্যাকাডেমিক শিক্ষার প্রতি বিরক্ত ও। বীতশ্রদ্ধ হয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার প্রতি আগ্রহ। হারিয়ে ফেলেন। ব্যাংক অব ইন্ডিয়াতে কর্মরত অবস্থায় তিনি পশ্চিমবঙ্গ ও দক্ষিণ বিহারে (বর্তমান ঝাড়খণ্ড । রাজ্যের) নানা স্থানে নানা জাতি, উপজাতি এবং। আদিবাসীদের মধ্যে দীর্ঘকাল বসবাস করেন। এতাবৎ। কালে তার সর্বমােট রচিত গ্রন্থ ছােটবড় নির্বিশেষে অনধিক। ২২/২৩ খানা। এর মধ্যে উল্লেখযােগ্য সিদ্ধিগঞ্জের মােকাম। (২০০২ সালে বাংলাদেশের শ্ৰতি একাডেমি কর্তৃক পুরস্কৃত) বিষাদবৃক্ষ (২০০৫ সালের আনন্দ পুরস্কারে। সম্মানিত), বিদুর, ভাটিপুত্রর পুত্র বাখােয়াজি, টিলা অরণ্যের পাদকী, ধানসিদ্ধির পরন কথা, সংস্কৃতির দক্ষিণায়ন (প্রবন্ধ সংকলন) ইত্যাদি। প্রায় ৪৩ বছর যাবৎ পশ্চিমবঙ্গের হুগলি জিলার অন্তর্গত ভদ্রেশ্বর নামক একটি আধাশহরের বাসিন্দা।