Skip to Content
Filters

author.name

স্বরূপ দত্ত

স্বরূপ দত্ত জন্ম ১৯৪৭ সালে বর্ধমান জেলার মানকর গ্রামে। গায়েত্রী দত্ত ও ডা. অজিতকুমার দত্তের প্রথম সন্তান। বর্তমান নিবাস বর্ধমান। পেশায় শিশুচিকিৎসক। দেশ-বিদেশে কর্মজীবন বিচিত্র ও বর্ণময়। প্রকাশিত কাব্যগ্রন্থ। তিনটি, নাটক দু'টি। বিভিন্ন পত্রিকায় কবিতা, রম্যরচনা ও গল্প লিখে হারিয়ে ফেলা পুরনাে অভ্যেস। প্রথম উপন্যাস, মাছমাস্টার’ বিদ্বৎসমাজে বিপুল ভাবে আদৃত হয়েছে। নষ্টনগর’-এর রচনাকাল ২০০২ থেকে ২০০৩ সাল। শারদীয়া বর্তিকায় (২০০৮) প্রকাশিত তৃতীয় উপন্যাস, হরিশ্চন্দ্রের ঘাট’ পাঠকমহলে হইচই ফেলে বই হিসেবে প্রকাশ পেল।

Books by the Author