সৈয়দ মনজুরুল ইসলাম
জন্ম : ১৮ জানুয়ারি ১৯৫১ মৃত্যু : ১০ অক্টোবর ২০২৫ গত চার দশকে বাংলা কথাসাহিত্যে জাদুবাস্তবতার এক স্বতন্ত্র ধারা সৃষ্টি করেছেন সৈয়দ মনজুরুল ইসলাম। তাঁর শৈল্পিক হাতের ছোঁয়ায় সামান্য কোনো ঘটনাও অসামান্য গল্প হয়ে ওঠে। সৈয়দ মনজুরুল ইসলাম সিলেটে জন্মগ্রহণ করেন। সিলেটে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮১ সালে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে ইয়েটস-এর কবিতায় ইমানুয়েল সুইডেনবার্গের দর্শনের প্রভাব বিষয়ে পিএইচডি করেন। সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইমেরিটাস অধ্যাপক’ হিসেবে কর্মজীবন শেষ করেন। মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমানের ওপর তাঁর উল্লেখযোগ্য গবেষণাকর্ম রয়েছে। প্রেম ও প্রার্থনার গল্প, ভুলে থাকা গল্প, কাচ-ভাঙা রাতের গল্প তাঁর অসামান্য ছোটগল্পের বই। বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে আধখানা মানুষ, দিনরাত্রিগুলি, তিন পর্বের জীবন, কানাগলির মানুষেরা প্রভৃতি। বাংলাসাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৯৬ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১৮ সালে একুশে পদক লাভ করেন। ২০০৫ সালে প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার লাভ করে।