Skip to Content
Filters

author.name

Amirul Islam

আমীরুল ইসলাম জন্ম ৭ই এপ্রিল ১৯৬৪, লালবাগ, ঢাকায়। পিতা প্রয়াত সাইফুর রহমান।। মাতা প্রয়াত আনজিরা খাতুন। পিতৃব্য প্রয়াত কবি হাবীবুর রহমান, খ্যাতনামা শিশুসাহিত্যিক। আমীরুল ইসলাম শিশু সাহিত্যের সকল শাখায় সমান স্বচ্ছন্দ। ২০০৬-এ পেয়েছেন বাংলা। একাডেমি সাহিত্য পুরস্কার। সবচেয়ে কম বয়সে খামখেয়ালি ছড়াগ্রনেথর জন্য পেয়েছেন শিশু একাডেমীর অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার। পেয়েছেন সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার (১৯৮৪), নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০০৩), সিটি আনন্দআলাে সাহিত্য। পুরস্কার ২০১৩, হাবীবুর রহমান শিশুসাহিত্য পুরস্কার ২০১৮, লাটাই ছড়াসাহিত্য পুরস্কার ২০১৫, অন্নদাশঙ্কর সাহিত্য পুরস্কার ২০১২ (কলকাতা)। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০০'র। অধিক। এছাড়া বাংলা একাডেমির ফেলাে, মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থাপনা-সদস্য। কৌতুকপ্রিয়, আড্ডাবাজ, জীবন-রসিক ভােজনপ্রিয় আমীরুল ইসলাম পৃথিবীর অনেক শহর মনের আনন্দে ঘুরেছেন। প্রিয় শখ পুরােনাে। বই ও চিত্রকলা সংগ্রহ, বইপড়া রান্না করা, দাবা। খেলা, রবীন্দ্রসংগীত শােনা ।।

Books by the Author

120.00 ৳ 150.00 ৳ 120.0 BDT
160.00 ৳ 200.00 ৳ 160.0 BDT
128.00 ৳ 160.00 ৳ 128.0 BDT
72.00 ৳ 90.00 ৳ 72.0 BDT