Skip to Content
Filters

author.name

Asif

আসিফ বিজ্ঞানচর্চা ও তা প্রসারে নিবেদিত আসিফ ডিসকাশন প্রজেক্টের বক্তৃতার মাধ্যমে প্রথম সবার দৃষ্টি আকর্ষণ। করেন। কসমিক ক্যালেণ্ডার, সময়ের প্রহেলিকা, নক্ষত্রের। জন্ম-মৃত্যু, প্রাণের উৎপত্তি ও বিবর্তন, আন্তঃনাক্ষত্রিক। সভ্যতা বিষয়ক জটিল বিষয়ে দর্শনীর বিনিময়ে বক্তৃতার। আয়ােজনের মধ্যে আছে অভিনবত্ব ও কল্পনার দুঃসাহস ।। তিনি এরকম ২৬২ টি বক্তৃতা অনুষ্ঠানের সফল। উদ্যোক্তা। বিজ্ঞান বক্তা হিসেবে তিনি পরিচিত । আসিফ-এর ইতিমধ্যে বেশ কয়েকটি বই প্রকাশিত। হয়েছে। তার মধ্যে জ্যোতিঃপদার্থবিজ্ঞানী কার্ল সাগানের। জীবন ও কর্ম এবং মহাজাগতিক বাস্তবতা নিয়ে লেখা। কার্ল সাগান: এক মহাজাগতিক পথিক', জ্যামিতি। বিষয়ে সর্বশ্রেষ্ট গ্রন্থ এলিমেন্টস এর প্রথম চার খন্ডের। অনুবাদ এবং এর বিশ্লেষণ ‘ইউক্লিড ও এলিমেন্টস’,। সহজ- সরল ভাষায় উপস্থাপনা মহাজাগতিক আলােয়। ফিরে দেখা এবং গণিত ও বিজ্ঞানই মহাজাগতিক। ভাষা । আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের আলােকে। সময়ের সরল ব্যাখ্যায় ‘ভবিষ্যতে যাওয়া যাবে, যাবেনা। পেছন ফেরা, খালেদা ইয়াসমিন ইতির সাথে ‘মহাবিশ্ব। ও নক্ষত্রের জন্ম-মৃত্যু, নুসরাত জাহানের সাথে। ‘আপেক্ষিকতার তত্ত্ব আসলে কী? বইগুলাে প্রকাশিত। হয়েছে। এছাড়াও পৃথিবী বিখ্যাত দশটি বিজ্ঞানের। অনুবাদ গ্রন্থের সম্পাদনা করেছেন। পাশাপাশি অত্যন্ত। জনপ্রিয় বিজ্ঞান পত্রিকা ‘সায়েন্স ওয়ার্ল্ড এর নির্বাহী। সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি। ‘মহাবৃত্ত' নামে একটি বিজ্ঞান বিষয়ক জার্নালের। সম্পাদনার দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি। বিভিন বিজ্ঞান বিষয়ক কার্যক্রম পরিচালনা করেছেন।