Skip to Content
Filters

author.name

Dolon Kanti Dutta

দোলন কন্তি দত্ত দোলন কান্তি দত্ত ১৯৫৭ সালে ২রা ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার অন্তর্গত কাঞ্চনা গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতা ছিলেন স্কুল শিক্ষক এবং মাতা গৃহিনী। লেখক নিজ গ্রামের স্বনামধন্য উচ্চ বিদ্যালয়। এ.কে.বি.সি ঘােষ ইনস্টিটিউট থেকে এস.এস.সি, ও সাতকানিয়া মহাবিদ্যালয় থেকে এইচ.এস.সি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে রসায়ন শাস্ত্রে এম.এসসি ডিগ্রী অর্জন করেন। এরপর কিছুদিন রাউজান থানার অর্ন্তগত ‘গহিরা কলেজে” অস্থায়ী পদে শিক্ষকতা করেন। তিনি ১৯৮৪ সালে সরকারি চাকুরিতে যােগদান করে অদ্যাবধি চাকুরিরত আছেন। লেখালেখি শুরু স্কুল জীবন থেকেই। আঞ্চলিক বিভিন্ন সাময়িকী, দেয়াল পত্রিকা, সুভেন্যুর ইত্যাদিতে তার কবিতা, সাহিত্য বিষয়ক লেখনী প্রকাশিত হলেও নানা কারণে কোন বই বের করার সুযােগ হয়ে উঠেনি। এবারের অমর একুশের বইমেলায় তার প্রথম বই “স্মৃতির পাতা থেকে পূর্বা প্রকাশনীর সত্ত্বধিকারী বাদল সাহা শােভনের ঐকান্তিক প্রচেষ্টায় আলাের মুখ দেখলাে।

Books by the Author

160.00 ৳ 200.00 ৳ 160.0 BDT
117.00 ৳ 130.00 ৳ 117.0 BDT