Skip to Content
Filters

author.name

Dr. Abdul Jalil Mia

ড. আবদুল জলিল মিয়া জন্ম ১৯৩৬ সালের ২০ নভেম্বর, মাদারীপুর জেলার নড়িয়া থানার নয়ন মাতব্বর কান্দি গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে দর্শনশাস্ত্রে স্নাতক সম্মান, এম. এ ও ডক্টর অব ফিলােসফি ডিগ্রি অর্জন করে চার দশক সময় যাবৎ অধ্যাপনা এবং শিক্ষা প্রশাসনের সঙ্গে নিয়ােজিত রয়েছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. আবদুল জলিল মিয়া ১৯৭২ সাল থেকে বিভাগীয় প্রধান, চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্বসহ একাধিকবার গােবিন্দ দেব গবেষণা কেন্দ্রের পরিচালক ও ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন সফলতার সঙ্গে। তৎপূর্বে একদশক কাল একাধিক মহাবিদ্যালয়ের অধ্যাপক ও অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। দেশে-বিদেশে তাঁর প্রকাশিত গ্রন্থ ও গবেষণা প্রবন্ধের সংখ্যা শতাধিক। বহু আন্তর্জাতিক সংঘ ও সংস্থার সঙ্গেও তিনি জড়িত এবং সেসব প্রতিষ্ঠানের ক্রিয়াকর্ম ও সেমিনার সম্মেলনে অংশগ্রহণ উপলক্ষে ভ্রমণ করেছেন পৃথিবীর বহু দেশ। তিনি বর্তমানে বাংলাদেশ দর্শন কংগ্রেসের সভাপতি।