Skip to Content
Filters

author.name

Dr. Asaduzzaman Khan

ড. আসাদুজ্জামান খান। লেখক, শিক্ষক, গবেষক, সাংবাদিক যশেোর জেলার বাঘারপাড়া উপজেলার খানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মরহুম আমজাদ আলী খান ও সালেহা খানমের ৪র্থ সন্তান তিনি। লেখাপড়া করেছেন খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সীমাখালী বহুমুখি উচ্চ বিদ্যালয়, এমএম কলেজ, যশেোরের, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ে। পিএইচডি করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্র জীবন থেকেই লেখালেখি শুরু এবং সাথে সাংবাদিকতা। দেশের প্রথম শ্রেণির দৈনিক ও সাপ্তাহিকে তার কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। করেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করেছেন। সাংবাদিকতা তার মূল পেশা। বর্তমানে দৈনিক প্রকৃতির সংবাদ এর উপ-সম্পাদক হিসেবে কর্মরত। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে উপন্যাস-একাত্তরের যাত্রী , ডানপিটে মুক্তিযাযোদ্ধা। গবেষণা গ্রন্থবাংলাদেশের উপন্যাস মুক্তিযুদ্ধের রূপ ও শিল্পসাফল্য, বাংলাদেশের কথাসাহিত্যে ভাষা আন্দোলনের চেতনা। শিক্ষা সংক্রান্ত ও সূ জনশীল বহু গ্রন্থ সম্পাদনা করেছেন। আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠা করেছেন খান ফাউন্ডেশন। ভালােবাসেন গান শুনতে, বই পড়তে আর ভ্রমণে যেতে।

Books by the Author