Skip to Content
Filters

author.name

Dr. Kamal Hossain

ড. কামাল হােসেন জন্ম ১৯৩৭ সালের ২০ এপ্রিল। আইনবেত্তা ও রাজনীতিক। ১৯৫৮ সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিসিএল এবং ১৯৬৪ সালে আন্তর্জাতিক আইনে পিএইচডি ডিগ্রি লাভ করেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭০ ও ১৯৭৩ সালে সাংসদ। নির্বাচিত হন। ১৯৭৩-১৯৭৫ পর্বে তিনি বাংলাদেশের আইনমন্ত্রী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ছিলেন । ১৯৯৩ সালে গণফোরাম গঠনের আগে। পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ছিলেন। বর্তমানে গণফোরামের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের তিনি একজন জ্যেষ্ঠ আইনজীবী। প্রথমা প্রকাশন থেকে ইতিপূর্বে বেরিয়েছে তাঁর মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল বইটি। মিজানুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর। আইন, সংবিধান ও বিচার বিভাগ নিয়ে লেখালেখি করেন। বর্তমানে প্রথম আলাের যুগ্ম সম্পাদক।