Skip to Content
Filters

author.name

Dr. Nazmul Haque

ড. নাজমুল হক জন্ম ঠাকুরগাঁও জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বিএ (সম্মান), এমএ এবং পি-এইচ.ডি ডিগ্রি অর্জন করেন। ২০১৬ সালে বিশ্বব্যাংক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তত্ত্বাবধানে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত Asian University of Technology (AIT)- Professional Training Course in Higher Education সম্পন্ন করেন। পাবনা ক্যাডেট কলেজে তার কর্মজীবনের সুচনা। সরকারি কলেজে শিক্ষকতার পর বর্তমানে বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রফেসর। তিনি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০০৪ সালে দেশের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। অধ্যক্ষ হিসেবে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ গড়ে তােলার পাশাপাশি ১৯৯৭ সালে ব্যক্তিগত উদ্যোগে কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠা করেন দেশি-বিদেশি দর্শকনন্দিত বাংলাদেশের একমাত্র প্রস্তর জাদুঘর রকস মিউজিয়াম'। এছাড়া, বাংলা একাডেমির মুক্তিযুদ্ধ প্রকল্প ও ‘লােকজ-সংস্কৃতির বিকাশ’ প্রকল্পে পঞ্চগড় জেলা এবং বাংলাদেশ এশিয়াটিক সােসাইটির বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষা প্রকল্পে বৃহত্তর রংপুর ও দিনাজপুর জেলার লােকসংস্কৃতি, দিনাজপুর জেলার ভাষা ও লােকসংগীত এবং পঞ্চগড় জেলার প্রবাদ ও প্রশাসনিক ইতিহাস প্রণয়নের দায়িত্ব পালন করেন। তিনি এককভাবে আরও ৯টি গবেষণা-প্রকল্প পরিচালনা করেছেন। ড. নাজমুল হক বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়ে ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল’-এর পরিচালকসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন। প্রকাশিত গবেষণা-গ্রন্থ, উপন্যাস ও পিয়ার রিভিউ প্রবন্ধের সংখ্যা পঞ্চাশাের্ধ্ব। তার গবেষণার ক্ষেত্র : বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, উচ্চশিক্ষা, নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব, ফোকলাের এবং জাদুঘর। উল্লেখযােগ্য গ্রন্থ: উত্তরবঙ্গের লােকসাহিত্যের নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক সমীক্ষা (বাংলা একাডেমি), পঞ্চগড় জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস (গতিধারা), পঞ্চগড় জেলার ইতিহাস ও লােকসংস্কৃতি (বাংলা একাডেমি), উত্তরবঙ্গের জনগােষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় (হাতেখড়ি), প্রাচীন পৃথিবীর লােককাহিনী (শিশু একাডেমি), লােকজ-সংস্কৃতির বিকাশ : পঞ্চগড় (বাংলা একাডেমি), মুক্তিযুদ্ধের উপন্যাস উত্তরে সমর্পিত' (গতিধারা), Rocks Museum: A Key for Uncloaking Ancient Human Habitation (LAP LAMBERT Academic Publishing, Latvia, European Union and Dhaka, 2019).