Skip to Content
Filters

author.name

Kazi Keya

কাজী কেয়া আমাদের সাহিত্য ভুবনের পরিচিত মুখ। বহুমাত্রিক লেখক। ছােট-বড় সব বয়সীদের সাহিত্যেই সমান সচল। ছােটদের জন্য রচিত তার গল্পের জগৎ বেশ বিস্তৃত। উল্লেখযােগ্য বই- খােকার কাছে চিঠি, স্বপ্ন। আমার রঙিন ঘুড়ি, জিজোর ভাই জয়বাংলা।। জোছনারাতের ফেরিঅলা, মাদার টেরিজা। সােনার মেয়ে নয়নতারা, শেয়াল রাজা হতে। চেয়েছিল, মা-হরিণের জন্মদিনে ইত্যাদি। তিনি দু’বার ইউনিসেফ প্রদত্ত মীনা মিডিয়া। অ্যাওয়ার্ড, অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার এবং মানকুমারী বসু পদকে ভূষিত হন সাহিত্যের স্বীকৃতি হিসেবে।