Md. Fakrul Islam
মোঃ ফখরুল ইসলাম মােঃ ফখরুল ইসলাম। স্কুল সনদ নাম : মােঃ নজির উল নূর ইসলাম পিতা : সাজ্জাদ আলি। মাতা : সুফিয়া বেগম। জন্ম ৩১শে আগস্ট ১৯৬৬। বাগান পাড়া, চুয়াডাঙ্গা। তাঁর প্রথম লেখা ছােটোগল্প ‘লিপির চিঠি’ প্রবন্ধ : পথের পাঁচালির ইতিকথা। তিনি এগ্রিকালচার ডিপার্টমেন্টের মার্কেটিং বিভাগের ২০ বছর ধরে চাকুরি করেন। ঐ সময় লেখালেখি থেকে অনেক দূরে ছিলেন। তিনি ২০১৮ সাল থেকে আবার লেখালেখির জগতে ফিরে আসেন। লেখালেখি ও সাহিত্যের ক্ষেত্রে তিনি যশাের ঝিকরগাছা সাহিত্য পরিষদ থেকে সম্মাননা-২০১৯, আন্তর্জাতিক সাহিত্য কেন্দ্র থেকে মাদার তেরেসা পদক-২০১৯, শিশুদের জন্য ফাউন্ডেশন থেকে সাহিত্য পদক-২০১৮-সহ। অন্যান্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ১৯৮৬ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। সাহিত্যের অঙ্গনে এর আগে সাহিত্য পত্রিকা ‘শুকতারা প্রকাশ করেন এবং বর্তমানে মাসিক সারথি’ পত্রিকা তাঁর সম্পাদনায় প্রকাশিত হচ্ছে। বর্তমানে ব্যবসা তাঁর জীবিকা। তিনি শিশুদের খুবই ভা