Skip to Content
Filters

author.name

Muhammad Harun Ar Rashid Neki

হারুন-অর-রশীদ নেকী পিতা-জনাব আব্দুল গাফফার নেকী, মা-মরহুমা হামিদা বেগম। মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ইমামপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৩ এপ্রিল জন্মগ্রহণ করেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি বড়। তিনি গণিতে সম্মানসহ এম.এস-সি (গণিত)-এ। কৃতিত্বের সাথে দেশের সর্ববৃহৎ বিদ্যাপিঠ থেকে পাশ করেন। তিনি জে.এম.এস-সি; এস.এম.এস-সি কোর্স সম্পন্ন করেন। বি.এড ডিগ্রীসহ পেশাগত সংগঠনেরও বলিষ্ঠ ভূমিকা রাখছেন। মুন্সীগঞ্জ কলেজে গণিত বিভাগে প্রভাষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। শিক্ষকতার সহিত টি.ইউ.ও পদে তিনি বর্তমানে নিয়ােজিত আছেন। তাঁর অন্যান্য রচনাবলীর মধ্যে অংকের ম্যাজিক, নিঝর রাগিণী, হার্দিকে রুদিত নয়ন। আঁখিলাের, হিমেলের কারাদণ্ড, অনুরাগের হৃদিতা, গজারিয়ার ইতিহাস ও ঐতিহ্য, সপ্তর্ষি কথা, অবিনাষী হৃদয়, ভূত কন্যা, গণিতের ম্যাজিক, মহাকালের মহাগণিতবিদদের জীবনী, পাখির দেশে পাখির ছড়া, মহাকালের রহস্য কথা, ফুলের দেশে ফুলের ছড়া, মহাবিজ্ঞানীদের জীবন কথা প্রধান। তার। সম্পাদনার মধ্যে রয়েছে রক্তঝরা একুশ, বিট, স্মৃতির বন্ধন, কোরক বিশেষ উল্লেখযােগ্য। এ যাবত তাঁর রচিত ত্রিশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

Books by the Author