Skip to Content
Filters

author.name

Quazi Rosy

কাজী রোজী (১ জানুয়ারি ১৯৪৯ - ২০ ফেব্রুয়ারি ২০২২) সাতক্ষীরায়। বাবা কাজী শহীদুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য থেকে পড়াশোনা শেষ করেন তিনি। ২০০৭ সালে বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তর থেকে একজন উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে অবসর নেন তিনি। ১৯৭১ সালে মুক্তিদুদ্ধে অংশ নেন এই নারী। মহাদিগন্ত সাহিত্যপদক, নির্ণয় সাহিত্যপদক সহ আরো বেশ কিছু পদক অর্জন করেন এই লেখক। তার মেয়ে সুমী সিকান্দার একজন রবীন্দ্রসঙ্গীতশিল্পী এবং কবি। রোজী ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন