Skip to Content
Filters

author.name

Ruma Sarkar

রুমা সরকার জন্ম ১০ ডিসেম্বর। গাজীপুরের শ্রীপুর উপজেলার বেকাসাহরা গ্রামে। পড়াশোনা : শ্রীপুর পাইলট স্কুল, গাজীপুর। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ। পেশা: বি.সি. এস. (শিক্ষা), সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা। লেখালেখি : কাব্যগ্রন্থ: 'কালো মেঘ শাদা বৈশাখ', 'মুজিব 'চিরঞ্জীব', 'ঘাস', '১০০ কবিতা'। প্রবচন গুচ্ছ : 'উপদেশ নয় উপলব্ধি'। সম্পাদিত গ্রন্থ : রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিসর্জন' নাটক। এছাড়াও রুমা সরকার একজন আবৃত্তিশিল্পী ও আবৃত্তি সংগঠন 'উচ্চারণ আকাদেমি'র প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশ বেতারে নিয়মিত সংবাদ উপস্থাপন করেছেন। তাঁর রচনা ও নির্দেশনায় বি.টি.ভি. তে প্রচারিত নাটক: 'হামজা' ও 'একটি লোহার পোশাক'। তিনি অনিল কুমার সরকার ও নিভা সরকারের পঞ্চম সন্তান ও কনিষ্ঠ কন্যা।