Salah Uddin Khan
সালাহ উদ্দিন খান লেখক নিজের প্রাত্যহিক ভাবনার প্রতিটি মুহুর্তকে ফুটিয়ে তুলেন। আপন লেখার মাধ্যমে। যেখানে প্রস্ফুটিত হতে পারে সমাজ, সভ্যতা কিংবা মানব মনের দিবানিশির কল্পনা অথবা প্রতিদিনের। জীবন চিত্র। কেবল শখের বশে লেখা অথবা শিল্পের জন্য শিল্প নয় ।। লেখকের কাছে তার সাহিত্য সাধনা হচ্ছে সৃষ্টির রহস্যময় বৈচিত্রপূর্ণ। জীবনলীলার অনুসন্ধান। সমস্ত জগত-সংসার মানুষকে কেন্দ্র। করেই। সাহিত্যও এর ব্যতিক্রম নয়। এই রহস্যলােকের সন্ধানে লেখকের অনন্ত যাত্রা। সালাহ উদ্দিন খান জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহিলপুর গ্রাম। “শিকড় সন্ধান” লেখকের প্রকাশিত তৃতীয় উপন্যাস।