Skip to Content
Filters

author.name

অঞ্জন নন্দী

অঞ্জন নন্দী পদার্থবিজ্ঞানের অধ্যাপক। এই পরিচিতির বাইরেও তার হৃদয়ে দেশ, সমাজ, সংস্কৃতি ও মানবতার প্রতি রয়েছে প্রগাঢ় মমত্ববােধ। তিনি বেড়ে উঠেছেন পারিবারিক সাংস্কৃতিক পরিমণ্ডলে ।। মুক্তিযুদ্ধে তাঁর পরিবারের সদস্যরা ওতপ্রােতভাবে জড়িত ছিলেন। কিশােরবেলা থেকেই দেশের প্রতিষ্ঠিত পত্রিকাসমূহে কিশােরদের জন্য তাঁর লেখা প্রকাশিত হয়েছে। যদিও কর্মক্ষেত্রের ব্যস্ততার কারণে লেখালেখির জগৎ থেকে নিজেকে দীর্ঘকাল দূরে সরিয়ে রেখেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ আর লালনের চারণভূমি কুষ্টিয়ায় তাঁর ছেলেবেলার অনেকটা সময় কেটেছে, যা তার চিন্তা-চেতনায় অনেকাংশে প্রভাব বিস্তার করেছে। পড়াশােনায় উচ্চ মাধ্যমিক শ্রেণি পর্যন্ত ঢাকায় এবং উচ্চশিক্ষা নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সরকারি চাকরিজীবন শুরু করেন ৭ম বিসিএস-এ লক্ষ্মীপুর সরকারি কলেজে পদার্থবিজ্ঞানের প্রভাষক পদে। কর্মজীবনের অধিকাংশ সময় কেটেছে চট্টগ্রামের সবুজ পাহাড় আর সাগরতীরের নােনা বাতাসে। বর্তমানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষের পদ অলংকৃত করছেন। মানুষের মঙ্গলই তার একমাত্র ভাবনা। মানবতাকেই তিনি ধর্ম হিসেবে গ্রহণ করেছেন। তাঁর প্রকাশিত উপন্যাস। ছায়ামানবী ইতােমধ্যে পাঠকদের মনােযােগ আকর্ষণ করতে সমর্থ হয়েছে।