অনীশ মণ্ডল
অনীশ মণ্ডল অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল-এ ইংরেজি বিভাগের শিক্ষক অনীশ মণ্ডলের জন্ম ১৯৬৩ সালের ১৮ অক্টোবর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ঘোনা গ্রামে। ১৯৭৯ সালে সেন্ট জোসেফস হাই স্কুল, খুলনা থেকে এস এস সি। দৌলতপুর বি এল কলেজ থেকে এইচএসসি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর । State Religion and its Repercussions in Bangladesh বিষয়ে গবেষণার জন্য ২০১০ সালে পিএইচডি ডিগ্রি লাভ।