Skip to Content
Filters

author.name

অপু তানভীর

অপু তানভীর জন্ম ও বেড়ে ওঠা দেশের পশ্চিমাঞ্চলের ছোট এক মফস্বল শহরে। উচ্চশিক্ষার জন্য ঢাকায় আগমন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স শেষ করে কর্মসূত্রে ঢাকাতেই অবস্থান দীর্ঘদিন ধরে। ছোটবেলা থেকে বই পড়ার প্রতি আগ্রহ ছিল। সামহোয়্যার ইন ব্লগে লেখালেখির হাতেখড়ি সেই ২০১১ সালে। এছাড়াও ব্যক্তিগত ব্লগে নিয়মিত লেখালেখি করে চলেছেন। শখ থেকে অনুবাদ করেছেন কিছু গল্প এবং একাডেমিক প্রকাশনার জন্য অনুবাদক হিসেবে কাজ করেছেন। অবসর সময়ে গল্পের বই পড়তে এবং মুভি দেখতে পছন্দ করেন। এছাড়াও পাহাড়ে ঘোরাঘুরির প্রতি আলাদা আকর্ষণ রয়েছে তার।