অমিতাভ চক্রবর্তী
অমিতাভ চক্রবর্তী মার্কসীয় ধারার লেখক-গবেষক-প্রাবন্ধিক ও প্রতিবাদী সমাজকর্মী। জন্ম ২৭ ডিসেম্বর, ১৯৫৫ সালে। বাংলাদেশের বর্তমান কৃষক নেতৃত্বের অনুরোধে তাঁর এই গ্রন্থের অবতারণা। তাঁর গবেষণার অত্যন্ত প্রিয় বিষয় কৃষক ইতিহাস, কৃষক সংগ্রাম, ভূমি বন্দোবস্ত ও কৃষি প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক বিতর্ক সমূহ। কৃষি প্রশ্নে তাঁর প্রকাশিত দুটি বই - বাংলার কৃষক কালে কালোত্তরে ও "ভারতের কৃষি প্রশ্নে ঐতিহাসিক বিতর্ক সমূহ'।