Skip to Content
Filters

author.name

অমৃত বাড়ৈ

অমৃত বাড়ৈ ১৯৫৯ সালে গােপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার নারিকেল বাড়ি গ্রামে জনুগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে গণিত শাস্ত্রে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি লাভ। করেন। ১৯৮২ সালে একই বিশ্ববিদ্যালয় হতে গণিত শাস্ত্রে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি পান। ১৯৮৫ সালের ফেব্রুয়ারি মাসে তিনি বি এ এফ শাহীন কলেজ, কুর্মিটোলা -এর গণিত বিষয়ের প্রভাষক পদে নিয়ােগ পান। সেখানে প্রায় এক বছর শিক্ষকতা করার পর ১৯৮৬ সালের জানুয়ারি মাসে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে যােগদান করেন। ১৯৯৪ সালে চাকরিরত অবস্থায় তিনি নেদারল্যান্ডস সরকারের বৃত্তি নিয়ে নেদারল্যান্ডের আটিসি নামের শিক্ষায়তন থেকে পােস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রামেট্রি এ অংশ গ্রহণ করে সনদপত্র পান। এছাড়াও তিনি আমেরিকা, অস্ট্রেলিয়াসহ অনেক দেশ ভ্রমণ করেছেন। দাপ্তরিক কাজ করতে গিয়েই তিনি লেখালেখিতে জড়িয়ে পড়েন। চাকরিতে টিকে থাকতে তিনি অনেক সংগ্রাম করেছেন। তাঁর কাজের ধারা গতিশীল। এর আগেও লেখকের কয়েকটি বই প্রকাশিত হয়েছে। আশা করা যায় লেখকের এ বইয়ের লেখার মাত্রা ভিন্ন পর্যায়ের। এ বই প্রকাশের পর পাঠকরা আরাে বেশি করে বঙ্গবন্ধুকে জানতে আগ্রহী। হবেন । দেশের ইতিহাস জানবার আগ্রহ বাড়বে অনেকের। একটা কঠিন কাহিনী এত সহজভাবে উপস্থাপন করার এ কঠিন কাজটি করা হয়েছে। বর্তমানে তিনি নরসিংদী জেলার জেলা প্রশাসক হিসেবে কর্মরত আছেন।