Skip to Content
Filters

author.name

অম্লান দেওয়ান

অম্লান দেওয়ান জন্ম ১৯৭১ সালের ৩০ ডিসেম্বর। চট্টগ্রাম। রাজনীতি বিজ্ঞানে মাস্টার্স। আলিয়ঁস ফ্রঁসেজ দো প্যারিস ও মরক্কোর হাসন টু বিশ্ববিদ্যালয় থেকে ফরাসী ভাষা ও সাহিত্যে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। ছাত্রাবস্থাতেই কলেজ ম্যাগাজিন ও চট্টগ্রামের বহু প্রচারিত দৈনিক পূর্বকোণ, দৈনিক আজাদী, দৈনিক নয়াবাংলা পত্রিকায় কবিতা, ছড়া, প্রবন্ধ, গল্প ইত্যাদি প্রকাশের মধ্য দিয়ে লেখালেখির হাতেছড়ি। ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র থাকাকালে সাপ্তাহিক বিচিন্তা, সাপ্তাহিক প্রিয় প্রজন্ম, উইকলি ঢাকা কুরিয়ার, সাপ্তাহিক খবরের কাগজসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকের সঙ্গে রিপাের্টার হিসেবে যুক্ত ছিলেন। পরবর্তীতে দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক মানবজমিন পত্রিকার নিউজ সেকশনে সিনিয়র রিপাের্টার হিসেবে কাজ করেন। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক ভােরের কাগজের চিফ রিপাের্টার হিসেবে কাজ করেন। এছাড়াও সাপ্তাহিক ২০০০, দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় তার অনূদিত অনেক প্রবন্ধ, নিবন্ধ ও সাক্ষাঙ্কার ইত্যাদি ছাপা হয়। পরবর্তীতে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত ঢাকাস্থ ফরাসী দূতাবাসের ট্রেড সেকশনে অ্যাটাসের দায়িত্ব পালন করেন। এছাড়াও বেশকিছু বহুজাতিক কোম্পানিতে পরামর্শক হিসেবে কাজ করেন।

Books by the Author