Skip to Content
Filters

author.name

অরুণ মৈত্র

অরুণ মৈত্র জন্ম ২ ফাল্গুন, ১৩৫১। ১৪ ফেব্রুয়ারি, ১৯৪৪। পড়াশােনা শুরু বাংলাদেশে নিজ গ্রাম শেরপুর ও বগুড়ায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এম.এ । নানা কাজে নানা অভিজ্ঞতা। খণ্ডকালীন সাংবাদিক। হিসেবে দায়িত্ব পালন। বিজ্ঞাপনী সংস্থা ইস্টল্যান্ড এবং বিটপীতে কর্মরত অনেকগুলাে বছর। ফিচার ও প্রবন্ধ রচনা দিয়ে লেখালেখি শুরু। বাংলাদেশ লেখক শিবিরের কর্মী এবং কয়েকটি বছর সভাপতির নয়; পালন। অস্ট্রেলিয়ার প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠন প্রতীতির সঙ্গে দীর্ঘদিন সংগীত শিল্পী ও সংস্কৃতিকর্মী হিসেবে যুক্ত। লেখকের কয়েকটি প্রকাশনা- ছড়ার বই : চকমক চক্কর, গ্রীলের শহর-রঙের সানাই ও গল্প ভাসাই ছড়ার ভেলায়; জীবনীগ্রন্থ : কিশােরদের চে গুয়েভারা; কিশাের উপন্যাস : শুনি দুন্দুভি দক্ষিণ। দরিয়ায় প্রকাশিত উপন্যাস : জয়তু একাত্তর; ভ্রমণ। উপন্যাস : জল টুপটুপ ভালােবাসা, প্যারিসে এক চক্কর এবং মােনালিসা প্রবন্ধের বই- সামাজিক অগ্রগতির সমস্যা : প্রেক্ষিত বাংলাদেশ। লেখক বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী।