অরুণাভ মিশ্র
অরুণাভ মিশ্র বিদ্যাসাগর কলেজের রসায়নবিদ্যা। বিভাগের সহযােগী অধ্যাপক এবং ভূতপূর্ব প্রধান। অধ্যাপক অরুণাভ মিশ্র বাংলা ভাষায় বহু জনপ্রিয়। বিজ্ঞানের বই লিখেছেন। এ যুগের কিশাের বিজ্ঞানী’ সম্পাদনা করছেন বিগত দু'দশক ধরে। রাজ্যে ও দেশে। জনবিজ্ঞান আন্দোলনের সংগঠক।