Skip to Content
Filters

author.name

অরূপ রাহী

অরূপ রাহী তার ভাবচর্চার মাধ্যম হিসেবে ‘কবিতা’, ‘সংগীত’, ‘প্রবন্ধ রচনা’ থেকে শুরু করে আড্ডা, সঙ্গ ও সাংগঠনিক অনুশীলন-অনেক কিছুই করেন। পশ্চিমা ঔপনিবেশিক আধুনিক মডেলের ‘শিল্পী; ‘বুদ্ধিজীবী’ বা ‘দার্শ‌নিক; বা ‘অ্যাকটিভিস্ট’ তিনি নন।জুলুমশাহীমুক্ত,বিঔপনিবেশিক সাম্য তার ইনসাফের সমাজ-দেশ-দুনিয়াকায়েমের জন্য ভাব-তত্ব-অনুশীলন তার ফকিরির প্রধানতম দিক।

Books by the Author