অর্পণ দাশগুপ্ত
অর্পণ দাশগুপ্ত জন্ম চট্টগ্রামে। পড়াশোনা আর বেড়ে উঠা ঢাকা শহরে। ছোটবেলা থেকেই লেখালেখি করতে ভালোবাসেন। তার প্রচুর লেখা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র পত্রিকা এবং ম্যাগাজিনে। অনলাইন প্ল্যাটফর্মেও তিনি সরব। লোকাল রম্য তার লেখা প্রথম বই। রম্য তার পছন্দের লেখার বিষয়। লেখালেখির ধারাবাহিকতা ধরে রেখে আগামীতে আরও বড় কিছু করা তার আজন্ম লালিত স্বপ্ন।