Skip to Content
Filters

author.name

অলীক অনামিকা

অলীক অনামিকা ত্রিভাষী গবেষক, কবি এবং লেখক। পেশায় নৃবিজ্ঞানী অলীক গল্প, কবিতা ছাড়াও প্রবন্ধ, গান, অনুবাদ, এবং গবেষণাধর্মী লেখা প্রকাশ করেছেন। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ও জার্মান ভাষায় নিয়মিত লিখছেন। তাঁর কবিতা সংকলন "নির্বাসন : উত্তর দক্ষিণ" সমাবেশ থেকে প্রকাশের অপেক্ষায়। ইউরোপ প্রবাসী লেখক অলীক চিকিৎসা নৃবিজ্ঞানে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। অলীক অনামিকার জন্ম ঢাকায়।