অসিত বিশ্বাস
অসিত বিশ্বাস জন্ম ১৬ এপ্রিল ১৯৫৭ খ্রিষ্টাব্দে মাগুরার আলমসার। গ্রামে। মূলত কথাসাহিত্যিক। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও ঘুরেফিরে তিনি কথাসাহিত্যেই হাত রাখেন। তিনি প্রতিশিল্প, তালখড়ি, অনিন্দ্য, জঙশন, দ্রষ্টব্য সহ গুরুত্বপূর্ণ লিটল ম্যাগাজিনে তিনি লেখা প্রকাশ করে চলেছেন। ‘বেহুলা ব-দ্বীপের কাওড়া শাস্ত্র তাঁর পঞ্চম উপন্যাস। পূর্ব প্রকাশিত বইগুলাের মধ্যে রয়েছে। ‘কুঞ্জ (গল্পগ্রন্থ), ছেড়াছুটো হাড় মাংশের বেহুলা। লক্ষিন্দর’ (উপন্যাস), আদমের ছালবাকল অথবা অন্ধকারের তেলাপােকা (উপন্যাস), একখণ্ড মনুসংহিতা (উপন্যাস), ‘কালের গান্ধারী’ | (উপন্যাস)। চালচিত্র পত্রিকায় প্রকাশিত দুটি উপন্যাসের মধ্যে রয়েছে ‘ঝড় জল আঁধারের চাকা জীবন এবং ‘পীরিতে মজিলে মন'। গল্প এবং উপন্যাস এই দুই সহযাত্রী নিয়েই অসিত বিশ্বাস কথাসাহিত্যের পথে এগিয়ে চলেছেন।