অসীম ভৌমিক
প্রচারবিমুখ অসীম ভৌমিকের লেখা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে 'আনন্দবাজার', 'আনন্দমেলা','সানন্দা', 'সাপ্তাহিক বর্তমান', 'রবিবাসরীয় বর্তমান', 'প্রতিদিন', 'আজকাল', ইত্যাদি বিভন্ন পত্রপত্রিকায়। এই উপন্যাসটি একেবারে নতুন ঘরানার চালচিত্র। কেমন হবে আজ থেকে তিন শত বছর পরের মানুষগুলির মানসিকতা, তখনকার মানুষ-মানুষীর পারস্পরিক সম্পর্ক, তখনকার সামাজিক পরিকাঠামো, আগামী সময়ের প্রজন্মকে কোন কোন সমস্যারই বা মুখোমুখি হতে হবে, তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে উপন্যাসটির ছত্রেছত্রে। তন্বী সুন্দরী গায়িকা রোজীকে কী শেষ অব্দি যেতে হবে স্পেস স্টেশনে? ক্লোনবয় টনির বিষয় দীর্ঘশ্বাস কেন? বৃদ্ধ মিস্টার কলিন্স কেনই বা আর একমুহূর্ত বাঁচতে চায় না? এরকম অনেক টানাপোড়নের মধ্যে দিয়েই এগিয়ে চলেছে উপন্যাসটি। প্রচারবিমুখ এই লেখক উপন্যাসটিতে যথেষ্ট মুন্সিয়ানার ছাপ রেখেছেন।