অ্যাঞ্জেলিকা হর্ন
অ্যাঞ্জেলিকা হর্ন জার্মানির বার্লিনে বাস করেন। দুই সন্তানের জননী অ্যাঞ্জেলিকা হর্ন পেশায় শিক্ষক। দুটি সন্তানই তার গল্প লেখার প্রেরণার উৎস। ইতােমধ্যেই গল্প বলিয়ে হিসেবে তিনি বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের কাছে সমানভাবে সমাদৃত হয়েছেন।