আ. ব. মহিউদ্দিন আহমেদ
ডা. আ. ব. মহিউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাস করে সরকারি বৃত্তি পেয়ে সাইকিয়াট্রিতে। বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য যান। লন্ডন ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে ডিপিএম (লন্ডন) ও। এমআরসি-সাইক (ইউকে) অর্জন করেন। তিনি ইনস্টিটিউট। অব সাইকিয়াট্রি, মৌজলে হাসপাতালে এবং অক্সফোর্ডে চার্চিল। হাসপাতালে, লন্ডনে প্রিংফিল্ড হাসপাতালে প্রশিক্ষণ নেন।। ১৯৭১ সালে দেশের দুর্যোগময় পরিস্থিতিতে দেশে না ফিরে তিনি। সাময়িকভাবে কানাডা যান। সেখানেও সাচকেচোয়ানে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি হাসপাতালে আরাে দু বছরের প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি কানাডা রয়েল কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস থেকে এফআরসিএস ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে লন্ডন থেকে এফআরএসএম পান।। বিভিন্ন সময়ে তিনি সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রয়েল ভিক্টোরিয়া হাসপাতালে। সাইকিয়াট্রি বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখান থেকেই তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। বর্তমানে। তিনি এখনাে সক্রিয়ভাবে সপ্তাহে চারদিন রােগী দেখেন। সময়ে। সময়ে তিনি কবিতা, গল্প, উপন্যাস ও সাইকিয়াট্রি বিষয়ে বিভিন্ন। গ্রন্থ রচনা করেছেন।