Skip to Content
Filters

author.name

আংশুমান ভৌমিক

অংশুমান ভৌমিক জন্মেছেন কলকাতায় ১৯৭৫ খ্রিস্টাব্দের ১৮ জুলাই। শৈশব কেটেছে। মাতুলালয় নবদ্বীপে, নগর সংকীর্তনের পদাবলি কানে নিয়ে। তাঁকে শােনানাের জন্য প্রথম যে | লংপ্লেয়িং রেকর্ড কিনেছিলেন। অধ্যাপক বাবা-মা, সেটা এইচএমভি-র ছােটদের রামায়ণ। তার মূল গ্রন্থিক ছিলেন হেমন্ত মুখােপাধ্যায়। সেই সুবাদে হেমন্তসংগীতের সাগরে অবগাহনের শুরু অংশুমানের। গানের জগতে থিতু না হলেও ২০০০ থেকে ২০০৬ খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত ইংরিজি দৈনিক দ্য টেলিগ্রাফ-এর প্রধান সংগীত সমালােচক ছিলেন তিনি। পরে গান নিয়ে লিখেছেন ইন্ডিয়া টুডে-র মতাে সর্বভারতীয় পত্রে। সাংস্কৃতিক ভাষ্যকার ও নাট্য সমালােচক হিসেবে অংশুমানের পরিচিতির আড়ালে চলে গিয়েছিল | তাঁর সংগীতচর্চা। এই পর্ব ও পর্বান্তর জুড়ে তাঁর সঙ্গী থেকেছে। হেমন্ত মুখােপাধ্যায়ের গাওয়া গান। যাদবপুরের বাড়িতে তিল তিল করে গড়ে তুলেছেন হেমন্তসংগীতের লেখ্যাগার। প্রিয়। গায়কের জন্মশতবর্ষ পূর্তির লগ্নে বেরােনাে এই কোষগ্রন্থ ওই অনাবিল হেমন্তপ্রেমেরই জাতক।