আইনুল হক
মাে. আইনুল হক জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা সদরে মাদ্রাসা রােডে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারে ৪ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। তিনি দেওয়ানগঞ্জ পাইলট হাই স্কুল, বর্তমানে দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল থেকে ১৯৮১ সালে এসএসসি, ১৯৮৩ সালে দেওয়ানগঞ্জ একেএম কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্র্যাজুয়েশন শেষ করে ১৯৮৯ সালে আউট সাইড ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে পুলিশ বিভাগে যােগদান করেন। তিনি কর্মজীবনে পুলিশ বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সফলতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ওসি হিসেবে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা, ভালুকা থানা, মতিঝিল থানা (ডিএমপি), ডাবল মুরিং থানা, (সিএমপি), ডিবি (সিএমপি), ডিবি, (ডিএমপি) ওসি ফতুল্লা থানা, ওসি কুমিল্লা সদর দক্ষিণ থানা, ওসি বেগমগঞ্জ থানা, নােয়াখালী, ডি আই ও ওয়ান নােয়াখালী জেলাসহ গুরুত্বপূর্ণ স্টেশনসমূহে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি UNMIC জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সেই সুবাদে ইউরােপের বিভিন্ন দেশ ঘুরে দেখার সুযােগ পেয়েছেন। পদোন্নতি পেয়ে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে। বর্তমানে শিল্পাঞ্চল পুলিশ নারায়ণগঞ্জে দায়িত্বরত। নিজের পেশা ও দায়িত্বকে তিনি সামাজিক দায়বােধের জায়গা থেকে অনুধাবন করেন। একজন পেশাদার পুলিশ সদস্য হিসেবে কর্মজীবনে দুঃসাহসিক অভিযানের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর ঘটনাগুলাে রােমাঞ্চকর অপারেশন গন্থে গ্রন্থিত করেছেন।