আইরিন নিয়াজী মান্না
আইরিন নিয়াজী মান্না জন্ম ৩১ আগস্ট, ঢাকায়। ছেলেবেলায় ইভা সাহিত্যের মাধ্যমে লেখালেখি শুরু । ই-কিশাের কবিতা তার প্রথম ভালােবাসা। আজো তার ই-কিশাের কবিতা লেখা অব্যাহত রয়েছে। পরে অবশ্য গল্প এবং প্রবন্ধের সঙ্গেও গড়ে তুলেছেন সখ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানের স্নাতকোত্তর এই লেখক গ্রাম ও প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে পছন্দ ক ভালােবাসেন প্রকৃতিতে ঘুরে ঘুরে পাখি পর্যবেক্ষণ হুতে তিনি বাংলাদেশ বার্ডওয়াচার সােসাইটির জীবনে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে মতই বর্তমানে একটি দৈনিক পত্রিকায় সিনিয়ার মন বড় হসেবে কর্মরত আছেন। সম্পাদনা নজ জহির হেট পত্রিকা কিশাের লেখা।