Skip to Content
Filters

author.name

আখতারউদ্দীন মানিক

আখতারউদ্দীন মানিক জন্ম ১৯৫৩ সালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে। পিতা এমএ ওয়াহেদ এবং মাতা-উম্মে সা’দাত নূর। তিনি একজন। লব্ধপ্রতিষ্ঠত ইতিহাস-ঐতিহ্য গবেষক হিসেবে বিরল সম্মাননা অর্জন করেছেন। বিস্মৃতপ্রায় অতীত-ঐতিহ্যের সত্য উদঘাটনে ব্রতী হয়ে একের পর এক লিখে চলেছেন কালের ধুলােয় চাপা বিস্মৃতপ্রায় ঐতিহাসিক সব ঘটনাবলি। ইতােমধ্যে এপার বাংলা ওপার বাংলার সুধিসমাজে উল্লেখযােগ্য পরিচিতি লাভ করেছেন। প্রচুর পড়াশােনা করেন, গবেষণা করেন, ভ্রমণ করেন আর লেখালেখি করেন। ইতিহাস। গবেষণায় তিনি নির্মোহ দৃষ্টিভঙ্গি পােষণ করেন। তিনি ভক্তিবাদের ঘাের বিরােধী, তার ধারণা ভক্তিবাদ মানুষকে সত্যনিষ্ঠ হতে বাধা দেয়। তার একটি গুরুত্বপূর্ণ শখ বই সংগ্রহ করা। তিনি ইতিমধ্যে ছয়। হাজার পাঁচশত খানা গ্রন্থের একটি বিশাল সংগ্রহ নিয়ে একটি গ্রন্থাগার স্থাপন করেছেন, যা গবেষক ও পাঠকদের জন্য উন্মুক্ত করেছেন। যার অধিকাংশই ইতিহাস ও ঐতিহ্য ঘনিষ্ঠ। তিনি একজন ভ্রমণপিপাসু মানুষ। এর মধ্যে তিনি ২৯টি দেশ ভ্রমণ করেছেন। তার প্রকাশিত গ্রন্থ ২৪টি।