Skip to Content
Filters

author.name

আতাউর রহমান খান

আতাউর রহমান খান রাজনীতিক, আইনজ্ঞ ও লেখক। জন্ম | ১৯০৭ সালের ১ জুলাই, ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন বালিয়া গ্রামে। ঢাকা | বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও বিএল ডিগ্রি লাভ করে ১৯৩৭ সালে আইন ব্যবসায় যােগ দেন। ১৯৪৪ সালে মুনসেফ পদ থেকে পদত্যাগ ও মুসলিম লীগে যােগদান । ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন । ভাষা আন্দোলনেও অংশ নেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বেসামরিক সরবরাহ মন্ত্রী এবং পরে ১৯৫৬ সালে আওয়ামী লীগ কোয়ালিশন সরকারের মুখ্যমন্ত্রী হন। | ১৯৫৮ সালে সামরিক শাসন জারির আগ পর্যন্ত ওই পদে বহাল ছিলেন। পরবর্তীকালে পাকিস্তান ও বাংলাদেশ আমলে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেন। তার অন্যান্য উল্লেখযােগ্য গ্রন্থ : স্বৈরাচারের দশ বছর, অবরুদ্ধ নয় মাস ও প্রধানমন্ত্রিত্বের নয় মাস। মৃত্যু : ৭ ডিসেম্বর, ১৯৯১।