Skip to Content
Filters

author.name

আতাউল কারীম মাকসুদ

আতাউল কারীম মাকসুদ ফিকহ, তাফসির, হাদিস ও ইসলামি বিবিধ শাস্ত্রে বুৎপত্তি অর্জনকারী একজন সত্যিকার শাস্ত্রজ্ঞ মানুষ। ইসলামের নানান শাস্ত্রে শিক্ষা, গবেষণা, লেখালেখি ও শিক্ষাদানের মাধ্যমে ব্যাপক পদচারণা অধ্যব্দি নিরত থাকলেও হাদিস এবং উলুমুল হাদিস তত্ত্বে তাঁর পাণ্ডিত্য সর্বজনবিদিত এবং এটিই তাঁর গবেষণার মূল ক্ষেত্র। পূর্বসূরিদের জ্ঞান, মত, পথ ও চেতনায় বিশ্বাসী। পড়াশোনা আর গবেষণায় ডুবে থেকেছেন বেশি, যতটা লেখালেখির ভেতরে থেকেছেন—তার চেয়ে। ফলে সেই পড়া-গবেষণার হাত ধরেই এসেছে তাঁর অপার পাণ্ডিত্যের স্বাক্ষর নিজলিখিত, অনূদিত রচনা-প্রবন্ধ ও গ্রন্থগুলো। গুরুত্ব, তাত্ত্বিকতা, সুসংহত্বের বিচারে এসব রচনা কালজয়ী। জন্ম ১৯৮৮ সালে, সিলেটে; বাংলাদেশের প্রখ্যাত এক মুহাদ্দিস ও হাদিস বিশারদ আল্লামা কুতুব উদ্দিন রাহ.-এর ঔরসে। ঢালকানগর মাদরাসা থেকে দাওরায়ে হাদিস ও তাখাসসুস ফিল হাদিসের পাঠ নেন। বর্তমানে মাদানি নেসাবানুসারে প্রণীত প্রিয় প্রতিষ্ঠান ‘জামিআ ইউসুফ বানুরি’র উত্তরোত্তর অগ্রসরতার স্বপ্নে বিভোর। এই মাদরাসা আর লেখালেখিকে ঘিরেই জীবনের পথ চলছেন—এক সুদূর লক্ষ্যের অভিযাত্রী তিনি