আদিত্য মুখোপাধ্যায়
আদিত্য মুখোপাধ্যায় জন্ম ২০ জানুয়ারি ১৯৫৮। বীরভূম জেলার নলহাটি থানার ধরমপুর গ্রামে। বর্তমানে কোটাসুরের বাসিন্দা। বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক। এম এ, বি এড, পিএইচ ডি। চার দশকের লেখালেখি। গবেষণার বিষয় ছিল ‘রাঢ় চিত্র ও চরিত্রে: তারাশঙ্কর’ (১৯৯১)। লােকায়ত বাংলার অনুসন্ধানী লেখক। ‘পট ও পটুয়া’, ‘রায়বেঁশে’ এবং বহুরূপী বিষয়ে তিনটি তথ্যচিত্রের গবেষক-পরিচালক।