আনন জামান
আনন জামান (জন্ম ১২ অক্টোবর ১৯৭৮) একজন বাংলাদেশী নাট্যকার ও গবেষক। ১৯৯০ এর আগে গোলাইডাঙ্গা জামশা অঞ্চলে সেঁজুতি নাট্যগোষ্ঠী নিয়মিত যাত্রা পালা অভিনয় করতো।আনন জামান অষ্টম শ্রেণিতে পড়াকালীন সময়ে কিশোর সেঁজুতি নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করে যাত্রা পালার আদলে তার রচিত রুদ্রলীলা মঞ্চায়ন করেন। এ দলের ব্যানারে স্বার্থের খেলা, সমাজের আর্তনাদ, বসন্তের নীল নক্ষত্র যাত্রানাটক মঞ্চে আনেন। ১৯৯৪ হাকিম আলী গায়েন থিয়েটার প্রতিষ্ঠা করেন।১৯৯৮ সালে সাভারে প্রতিষ্ঠা করেন বুনন থিয়েটার। ২০০১ সালে দলীয় নাট্যকার হিসাবে যুক্ত হন মহাকাল নাট্য সম্প্রাদায়ের সাথে।২০০৮ সালে সিংগাইরে প্রতিষ্ঠা করেন নিরাভরণথিয়েটার। হাকিম আলী গায়েন থিয়েটার থেকে নাটগীত ও গীতনাটের মেলার প্রচলন ও একটি মুক্তমঞ্চ স্থাপন এবং নিরাভরণ থিয়েটার থেকে জন্ম সাঁঝের সাজকাজ উৎসব শিরোনামে মেলার প্রচলন করেন। হাকিম আলী গায়েন থিয়েটার, বুনন থিয়েটার, নিরাভরণ থিয়েটার তিনটি দলই বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সক্রিয় সদস্য। হাকিম আলী গায়েন থিয়েটার তারজনপদ, শিখন্ডী কথা, শূন্য, সঙপালা, বিলয় গাঁথা ,নিরাভরণ থিয়েটার সুস্বর প্রতিবিম্ব, বিলয় গাঁথা, বালিকা ও স্বর্ণপশম ভেড়ার নাট্যসামন্তনথি, জুঁইমালার সইমালা বুনন থিয়েটার শকশঅ, বিলয় গাঁথা, ভূতকাব্য, সিক্রেট অব হিস্ট্রি ইত্যাদি নাটক মঞ্চে আনে। বঙ্গবন্ধুহত্যার পর অস্তিতিশীল রাজ‣নতিক পরিস্থিতি নিয়ে রচিত সিক্রেট অব হিস্ট্রি নাটকটি দর্শক প্রিয় মঞ্চ নাটক হিসাবে ঢাকা সহ সারাদেশে সমাদৃত হয়। ২০০২ সালে মহাকাল নাট্য সম্প্রাদায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.রশীদ হারুনের নির্দেশনায় মঞ্চে আনে নাটক শিখন্ডীকথা। ক্রমে মহাকাল নাট্য সম্প্রাদায় আজাদ আবুল কালামের নির্দেশনায় অহম তমসায় ,আশিক রহমানের নির্দেশনায় নিশিমন বিসর্জন, মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় প্রমিথিউস, ইউসুফ হাসান অর্কের নির্দেশনায় নীলাখ্যান নাটক মঞ্চে নিয়মিত অভিনয় করতে থাকে। ঢাকা থিয়েটার ২০১৫ এহসানুর রহমানের নির্দেশনায় মঞ্চে আনে আনন জামান রচিত নাটক ‘রাইকথকতা ’। ২০১৮ সালে মহাকাল নাট্য সম্প্রাদায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আশিক রহমানের নির্দেশনায় মঞ্চে আনে বঙ্গবন্ধু জীবন ভিত্তিক গবেষণা লব্ধ মঞ্চ নাটক ‘শ্রাবণ ট্রাজেডি’ শিখন্ডী কথা চলচ্চিত্রের জন্য আনন জামান ২০১৩ সালে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন।