Skip to Content
Filters

author.name

আনিস রহমান

আনিস রহমান জন্ম ২০ জানুয়ারি ১৯৬৪ ঢাকায়। গ্রাম-গাজীপুর জেলার কালীগঞ্জ। তিনি গল্প লিখছেন। মধ্য-আশি থেকে। যাপিত জীবনের ব্যক্তিক ও সামাজিক অভিজ্ঞতার সংবেদনশীল রূপায়নের জন্য তিনি প্রথম থেকেই চিহ্নিত হয়েছেন ব্যতিক্রমী একজন গল্প লেখক হিসেবে। এই অনন্যতা তার দৃষ্টিতে, চিত্রকল্প আনিসের। নদীর রূপােলী ধারা, বাঁক ফেরা তাকে মগ্ন করে, মুগ্ধ করে গভীর চেতনায়। তাই ফিরে ফিরে নদীর কাছে যাওয়া তার। অনন্য এক শখ। দীর্ঘ প্রায় এক দশক যুক্ত ছিলেন। সাংবাদিকতায়। সে সুবাদে জীবনের নানা অবয়ব কখনাে। তাকে করেছে আশাহত, কখনাে অর্ধ। কখনাে আবার স্বপ্ন দেখিয়েছে নতুন আগামীর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগােলে সম্মানসহ স্নাতকোত্তর। পিএইচডি করেছেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মরত। সংসার বন্ধু আশরাফ জঁহা এলি । শিক্ষকতা করেন একটি কলেজে। মেয়ে নিসর্গ মেঘেলা। ছেলে দিঘল অরণ্য কাব্য। প্রকাশিত গ্রন্থ : ছােটগল্প হেঁড়া পাঁজরের চিরকুট, ছায়া জুড়ে বিষন্নতা বাজে না মন্দিরা, ঈশ্বরের চিত্রনাট্য মন্ডপটিলার পার্শ্বচিত্র, তুলির ডগায় রঙ আকাশ কাকুর চিঠি, হৃদয়পুর গ্রেট দিপকদা, আঁকাজোকা মুখ। প্রবন্ধ: বাংলাদেশের উপন্যাসে ভূগােল চেতনা (১৯৪৭ ১৯৯০) কাল-সমকাল