আনিসুর রহমান এলিন
আনিসুর রহমান এলিন জন্ম ১১ নভেম্বর ১৯৭৫। জমালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের সােনাকান্দর গ্রামে। পিতা মরহুম বুলু মাহমুদ (সদ্য প্রয়াত) মাতা- মরহুমা আনজুয়ারা বেগমের একমাত্র পুত্র সন্তান তিনি। সরিষাবাড়ি থেকে স্কুল কলেজের শিক্ষা শেষ করে তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করেন। লেখালেখির হাতেখড়ি তার সেই সুদূর শৈশব থেকেই। ব্যবসায়িক ব্যস্ততা, রাজনৈতিক পরিমন্ডল সব কিছুর পরও তিনি নিয়মিত জাতীয় দৈনিকগুলােতে প্রবন্ধ-নিবন্ধ আর ফিচার লিখছেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত মাসিক বেলা অবেলা নামের একটি পত্রিকা নিয়মিত প্রকাশ করে আসছেন। ব্যক্তি জীবনে তিনি সহধর্মিণী ফারজানা ইয়াসমিন সােমার গর্বিত স্বামী এবং এক পুত্র, দুই কন্যা সন্তানের জনক। মুক্তিযুদ্ধের চেতনা আর আওয়ামী আদর্শ তার মেধা আর মননের উন্নত বীজ। সেই আদর্শের আনুগত্য আর ভালােবাসার নাম 'হাসু থেকে হাসিনা'। এটি। তাঁর প্রথম প্রকাশিত বই। বইটিতে জাতিরজনক বঙ্গবন্ধুর আদরের হাসু কিভাবে মেধা মনন আর যােগ্যতার মাপকাঠির পাঁচিল পেরিয়ে আজ বিশ্বনেত্রী হয়ে উঠলেন। কিভাবে আজ তিনি হাসিনা- শেখ হাসিনা তাঁর ধারাবাহিক বর্ণনা চমক্কারভাবে উঠে এসেছে। আমি আশাবাদী এই বইটি পাঠক নন্দিত হওয়ার ব্যপারে। আশাকরি এই চেষ্টা সফল হবে।