Skip to Content
Filters

author.name

আনু হেনা মোস্তফা এনাম

আনু হেনা মোস্তফা এনাম আবু হেনা মােস্তফা এনাম মেহেরপুর জেলা শহরে ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা। ' ভাষা ও সাহিত্য বিষয়ে। তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ : ক্রুশকাঠের খণ্ডচিত্র। অথবা অভাবিত শিল্পপ্রণালী [২০০৫], নির্জন প্রতিধ্বনিগণ [২০১০], প্রাণেশ্বরের নিরুদ্দেশ ও কতিপয় গল্প [২০১১], জোনাকিবাবুই [২০১৮]; উপন্যাস : ক্রনিক আঁধারের দিনগুলাে [২০১৪]; সম্পাদিত গ্রন্থ : অগ্রন্থিত গল্প : মাহমুদুল হক [২০১০], আলােছায়ার যুগলবন্দি : মাহমুদুল হক স্মরণে [২০১০], মাহমুদুল হক রচনাবলি [২০২০]; জীবনীগ্রন্থ : কথাশিল্পী মাহমুদুল হক [২০১৬]; প্রবন্ধগ্রন্থ : মােহাম্মদ সাদিকের কবিতা : নিরন্তর নিজেকে খােজা [২০২০]।