Skip to Content
Filters

author.name

আফসার আমেদ

আফসার আমেদ (আফসার আহমেদ হিসেবেও লেখা হয়, ৫ এপ্রিল ১৯৫৯ – ৪ আগস্ট ২০১৮) একজন ভারতীয় বাঙালি লেখক ছিলেন। তিনি ২৭টি উপন্যাস ও ২৪টি অন্যান্য ধরনের বই লিখেছেন। প্রথমদিকে আফসার আমেদ মূলত কবিতা রচনায় মনোনিবেশ করলেও পরবর্তীকালে তিনি গদ্যরচনা শুরু করেন। ১৯৭৮ সালে তার রচিত বাঙালি মুসলমানের বিয়ের গান শিরোনামের একটি রচনা পরিচয় নামের একটি সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়েছিল।১৯৮০ সালে প্রকাশিত হয় তার রচিত প্রথম উপন্যাস ঘর গেরস্তি।[৫] তার লেখনী পরিচয়, কালান্তর, বারোমাস ও সারস্বত এর মত সাময়িকীতে প্রকাশিত হয়েছিল।[৪] লেখালেখির পাশাপাশি তিনি প্রতিক্ষণ শিরোনামের একটি সাহিত্য সাময়িকীতে কয়েক বছর কাজ করেছেন।[৫] এছাড়া, তিনি কাজ করেছেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে। আফসার আমেদ রচিত বই বিবির মিথ্যা তালাক ও তালাকের বিবি এবং হলুদ পাখির কিস্সা আসামের বিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। মৃণাল সেন পরিচালিত আমার ভুবন চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল তার ধানজ্যোৎস্না উপন্যাস অবলম্বনে। চলচ্চিত্রটি ছিল তার পরিচালিত শেষ চলচ্চিত্র। রাত কটা হলো? শিরোনামের একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল তার রচিত হত্যার প্রমাদ জানি শিরোনামের উপন্যাস অবলম্বনে আফসার আমেদ অন্যান্য ভাষার বইও বাংলায় অনুবাদ করেছেন। তিনি ও কলিম হাজিক আবদুস সামাদ রচিত উর্দু উপন্যাস দো গজ জমিন বাংলায় সাড়ে তিন হাত ভূমি শিরোনামে অনুবাদ করেছিলেন। এছাড়া, তিনি হরি মোতোয়ানি রচিত সিন্ধি ভাষার একটি গ্রন্থ আশ্রয় শিরোনামে বাংলায় অনুবাদ করেছেন।

Books by the Author