Skip to Content
Filters

author.name

আবু সাঈদ তুলু

আবু সাঈদ তুলু লেখক, নাট্যবিশ্লেষক ও পিএইচডি গবেষক। পিতা-আলহাজ্ব আবদুর রহমান মাস্টার ও মা- সারা বেগম। তিনি শৈশব থেকেই সাহিত্য-শিল্পের প্রতি অনুরাগী। দীর্ঘদিন ধরে নাটক, শিল্প-সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক সমালােচনামূলক প্রবন্ধ লিখে আসছেন। কবিতা, গল্প, উপন্যাস ও গবেষণার ৬টি মৌলিক সাহিত্যকর্মের বই এ পর্যন্ত প্রকাশিত হয়েছে। তার মনােভঙ্গিতে ঐতিহ্য-ইতিহাসই প্রাধান্য পায়। বর্তমানে তিনি ঢাকায় একটি বেসরকারি কলেজে বাংলা বিষয়ে শিক্ষকতা করছেন। স্ত্রী রৌশন আরা আক্তারও বাংলা বিষয়ের কলেজ শিক্ষক।